বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার


 

**ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ল্যাটেস্ট ভার্শন, সাথে থাকছে ফাইনাল ক্র্যাক সারাজীবনের জন্য। (NO FAKE SERIAL ISSUE)**


ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ক্র্যাক নিয়ে আমাদের পেজ এ অনেক পোস্ট আসছে, সবাই ব্যাবহারও করছেন ভালভাবে, হয়ত কেও এখনও কোন সমস্যায় পরেন নি। তাহলে কেন আইডিএম নিয়ে আবার পোস্ট করছি?
জী, কারণ অবশ্যই আছে। কেও কি আইডিএম এর নতুন ভার্শনগুলো ডাউনলোড করে দেখেছেন? মে মাসের ১৬ তারিখ থেকে রিলিজ পাওয়া আইডিএম এর নতুন ভার্শনগুলোতে কিন্তু সমস্যা একটা আছে, তাই এই পোস্ট।
জী না, সমস্যাটি আইডিএমের নয়, আমরা যারা আইডিএম পাচ/ক্র্যাক করে ব্যাবহার করি সমস্যাটি তাদের জন্য।
যদি কেও আইডিএমের এই নতুন ভার্শনগুলো ইন্সটল করে থাকেন তাহলে দেখবেন আগের পাচ/ক্র্যাক যা দিয়ে অনেক সহজেই আইডিএম ক্র্যাক করা যেত তা আর করা যাচ্ছে না। যতবারই চেষ্টা করুন না

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবীর অদৃশ্য ছাদ!

চির-অন্ধকার মহাসমুদ্রে ভাসমান মুক্তোদানার তুল্য নয়নাভিরাম উজ্জ্বল নীল গ্রহ আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবীতেই রয়েছে স্রষ্টার এক অনন্য কীর্তি বিষ্ময়কর জীবন। যার অনুরুপতা আমাদের এই মহাবিশ্বে বড়ই দুর্লভ। মৃত্যুময় শীতল অন্ধকারাচ্ছন্ন শুন্যতার মহাসমুদ্রে প্রতি সেকেন্ডে ৩০ কিঃ মিঃ তীব্র গতিবেগ নিয়ে ধাবমান এই পৃথিবীর জীবনের প্রবাহকে অটুট রাখার জন্য মহান স্রষ্টা সৃষ্টি করে রেখেছেন হাজারো বিষ্ময়কর ব্যবস্থা। এমনি একটি জীবন রক্ষাকারী সৃষ্টি উপাদান হল আমাদের বায়ুমন্ডল।

ছবি - Shutter Stock